প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২২ , ২:১৩:৩১ প্রিন্ট সংস্করণ
এইচ.এম.আল আমিন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে বিবি হালিমা (৪)নামে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল৯টা উপজেলার চর আলগী ইউনিয়নের চর হাসান হোসাইন গ্রামের মাওলানা জামাল উদ্দিন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশু বিবি হালিমা ওই বাড়ির মাছুম বিল্লার মেয়ে। স্বজনরা জানায়, বিবি হালিমা সবার অজান্তে বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন যায়গায় অনেক খোঁজা-খুঁজির পর পুকুরে লাশ ভাসতে দেখে। সকালের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন।