প্রতিনিধি ২১ নভেম্বর ২০২১ , ৪:৪৬:১৩ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি:
প্রাথমিকভাবে রামগতিতে ১৭শ৫ জন শিক্ষার্থী ফাইজারের টিকা দান শুরু হয়েছে, শনিবার (২০নভেম্বর) সকাল ৯টা থেকে রামগতি উপজেলা পরিষদ ভবনে উপজেলা চেয়ারম্যান (শরাফ উদ্দিন আজাদ সোহেল) শীতাতাপ নিয়ন্ত্রণ কক্ষে বিভিন্ন বয়সী উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে টিকা দান কর্মসূচি শুরু হয়। উক্ত কর্মসূচিতে যোগদান করেন রামগতি উপজেলার নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল সহ প্রমুখ।
কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান পক্ষ থেকে টিকা নেওয়া সকল শিক্ষার্থীকে কফি বিতরণ করা হয় । প্রাথমিক ভাবে ২০নভেম্বর রোজ শনিবার সকাল ৯-১২ রামগতি আহমদিয়া কলেজ ৪২৬জন। আব্দুল হাদী কলেজ ৩৬১জনকে টিকা দেওয়া হয়।২১নভেম্বর ২০২১রোজ রবিবার সকাল ৯-১২আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ ৪৭৩জন।তোহফা ই আয়ুব মহিলা কলেজ১২-৩ পর্যন্ত ৮২জনকে টিকা দেওয়া হবে।
২২নভেম্বর চর কলাকোপা কেরামতিয়া কামিল মাদ্রাসা ৫৬জন।চর আলেকজান্ডার কালিম মাদ্রাসা ১০৮। রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসা ৫৪।চার আব্দুল্লাহ আল মাদরাসাতুল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসা ৩৪জন । চরবাদাম রাস্তার হাট মাজাহারুল উলুম আলিম মাদ্রাসা ৪৭ জন।বিবির হাট রশিদিয়া আলিম মাদ্রাসা ৩১শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয় ।