• সাহিত্যে

    “রাত জাগা ভোর” কলমে-কানিজ তানজিমা ববি

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২২ , ২:০৭:২৪ প্রিন্ট সংস্করণ

    রাত জাগা ভোর
    কলমে-কানিজ তানজিমা ববি

    কি জানি কোন পাখির অহর্নিশি কলোরবে
    জানান দেয় ভোর হয়েছে।
    ভাবলেশহীন মুখাবয়বে
    নিদ্রাহীন চোখ দুটিতে
    ভালোবাসা ছুঁয়ে যায় তোমাতে আমাতে।

    কতদূর আছো, কোন্ অজানায়;
    তবুও মন বলে
    আছো তুমি হৃদয়ের জানালায়।
    বারবার উঁকি দিয়ে যায় ঐ হাঁসি,
    প্রিয়তম মনে রেখো বড্ড ভালোবাসি।

    তোমার আকুলতা আর আমার ব্যাকুলতা
    স্পর্শ দিয়ে যায় ভাবনার ভেলায়।
    ভালোবাসি দুজন দুজনকে এতোটাই বেশী;
    ভাষাহীন হয়ে যায় সামনে যখন আসি।
    এ কেমন প্রেম বলো এ কেমন জ্বালা
    তোমাতেই মগ্ন সারাক্ষণ,তোমাতেই মিশে থাকা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ