রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজহাটে গত বৃহস্পতিবার ১৭নভেম্বর দিবাগত রাত দেড়টার সময় ৩ টি কাঠ ও ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানদারা।পৌর শহরের ভান্ডারা মহল্লার বাসিন্দা নূর হোসেন ও স্বপন আলী জানান। সরেজমিনে গিয়ে জানা গেছে, ঘটনার বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকানদাররা দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত দেড়টার দিকে তাদের দোকানে আগুন লেগেছে শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানাসহ আশপাশের লোকজনও ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ আগুন শত্রুতামূলকভাবে লাগানো হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদাররা সন্দেহ করেন। পরদিন শুক্রবার ১৮ নভেম্বর পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলেন।তিনি তাদেরকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। প্রসঙ্গত, ঐতিহ্যবাহী এ হাটের অব্যবস্থা ও অবৈধ দখলের বিরুদ্ধে সচেতন এলাকাবাসি মানববন্ধন করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.