মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহী শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা ও তার দলবল কর্তৃক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর অলীউল আলম ও সচিব প্রফেসর হুমায়ুন কবিরকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শিক্ষা বোর্ড ভবনে এই ঘটনা ঘটে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ অলীউল জানান, একজন সেবা গ্রহীতার সাথে প্রতারণার মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন, দুর্নীতি ও অনিয়ম সহ কয়েকটি অভিযোগে উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়।
সেই সিদ্ধান্ত পাল্টে দেয়ার জন্য অভিযুক্ত দুই কর্মকর্তা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম ও সহকারী হিসাব রক্ষণ অফিসার আমিনুল করিম স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে প্রথমে চেয়ারম্যান পরে সচিবের অফিস কক্ষে হামলা চালিয়ে তাদের লাঞ্ছিত করেন।পরে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষাবোর্ডের অন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতিরোধের মুখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এঘটনায় উক্ত দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হযেছে।এছাড়াও দুই কর্মকর্তা সহ ৩০ জনকে আসামী করে নগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.