• রাজশাহী বিভাগ

    রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব লাঞ্ছিত

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ১১:৫৬:১৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহী শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা ও তার দলবল কর্তৃক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর অলীউল আলম ও সচিব প্রফেসর হুমায়ুন কবিরকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শিক্ষা বোর্ড ভবনে এই ঘটনা ঘটে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ অলীউল জানান, একজন সেবা গ্রহীতার সাথে প্রতারণার মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন, দুর্নীতি ও অনিয়ম সহ কয়েকটি অভিযোগে উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়।

    সেই সিদ্ধান্ত পাল্টে দেয়ার জন্য অভিযুক্ত দুই কর্মকর্তা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম ও সহকারী হিসাব রক্ষণ অফিসার আমিনুল করিম স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে প্রথমে চেয়ারম্যান পরে সচিবের অফিস কক্ষে হামলা চালিয়ে তাদের লাঞ্ছিত করেন।পরে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষাবোর্ডের অন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতিরোধের মুখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এঘটনায় উক্ত দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হযেছে।এছাড়াও দুই কর্মকর্তা সহ ৩০ জনকে আসামী করে নগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদকে অভিনন্দন জানিয়ে ছাতকে আনন্দ মিছিল।

    আইন মন্ত্রণালয়ের মতামতে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    সংবাদ সম্মেলনে প্রতিবাদে সংবাদ সম্মেলন

    পটুয়াখালীর লোহালীয়া নদীতে ব্রীজের নির্মান কাজ বর্ধিত সময় সম্পন্ন করার তাগিদ। মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার লোহালীয়া নদীর উপর নির্মানাধীন ব্রীজের ১৪টি স্প্যান বিশিস্ট ৫৭৬.২৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের অসমাপ্ত নির্মান কাজ বর্ধিত সময় ২০২১ সনের জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট ঠিকাদারকে তাগিদ দিলেন  ২৩ আগস্ট রবিবার সকালে ব্রীজ পরিদর্শনে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য মোঃ জাকির হোসেন আকন্দ।  এ সময় সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত সাংবাদিকদের বলেন, মহামারি করেনা ও দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে ব্রীজ নির্মানের  নির্ধারিত সময় ডিসেম্বর মাসে কাজ সম্পন্ন করার সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু করেনা ও ঝড়, বৃষ্টির কারনে ব্রীজের কাজ ব্যহত হয়। এ কারনে ব্রীজ নির্মানের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নবারুন ট্রেডার্স এন্ড আবুল কালাম আজাদ (JV) কে বলা হয়েছে।  এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জি এম সরফরাজ, এলজিইডি পটুয়াখালীর নিরবাহী প্রকৌশলী মোঃ আবদুস সত্তার, সিনিয়ার সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী  মোঃ মইনুল ইসলাম প্রমুখ। এর আগে সচিব মোঃ জাকির হোসেন আকন্দ মুজিব জন্ম শত বর্ষ উপলক্ষে এলজিইডি কার্যালয়ের সামনে বকুল ফুল গাছের চারা রোওন করেন।  প্রকাশ উক্ত ব্রীজটি নির্মানে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা, চুক্তি মূল্য ৪৭.১৯ কোটি টাকা। এ ব্রীজটি নির্মান হলে জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও ভোলা জেলার সাথে যেগাযোগে সহজ হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে হাজার হাজার মানুষ।এমনটাই আশা করছেন স্থানীয় জনসাধারণ।

    পোরশায় নিজ মেয়েকে ধর্ষনের অপরাধে পিতার যাবজ্জীবন কারাবাস

    একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আদর্শিক, ত্যাগী কর্মী বাহিনী-পীর সাহেব চরমোনাই