মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
"আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" স্লোগানে আজ ৩ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ দুপুর ১২:০০টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী বিভাগীয় বিআরটিএ অফিসের আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটি'র সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয়। সভায় উপস্থিত ছিলেন জনাব এ.এস.এম কামরুল হাসান,
উপ-পরিচালক (ইঞ্জিন), বিআরটিএ, রাজশাহী, ড. এএইচএম কামরুজ্জামান সরকার, প্রফেসর, পুরকৌশল বিভাগ, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জনাব মোছা: ফারজানা ইয়াসমিন, সিনিয়র সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী, জনাব মো: আব্দুল আজিজ, সহকারী প্রকৌশলী, রাজশাহী সিটি কর্পোরেশন। সভায় সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, যাত্রী সেবা, ট্রাফিক শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার জনাব কে.এম আরিফুল হক, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। এ ছাড়াও অনুষ্ঠানে রাজশাহীস্থ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.