• আইন ও আদালত

    রাজশাহী পুলিশ লাইনে গ্রান্ড মাস্টার প্যারেড সালামী গ্রহণ

      প্রতিনিধি ২৪ মে ২০২২ , ১০:৩৪:২৩ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    আজ ২৪ মে, ২০২২ সকাল ৮ টায় আরএমপি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হলো গ্রান্ড মাস্টার প্যারেড। এ সময় আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয় গ্রান্ড মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি পুলিশ কমিশনার কাশিয়াডাঙ্গা জনাব মো: আরিফুল ইসলাম । সালামী গ্রহণ শেষে পুলিশ কমিশনার মহোদয় অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা,

    পেশাদারত্ব বজায় রাখা ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: সাজিদ হোসেন, বিশেষ পুলিশ সুপার জনাব এ এফ এম আনজুমান কালাম, বিপিএম-বার, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ