প্রতিনিধি ২৩ মার্চ ২০২১ , ৪:৩০:১৯ প্রিন্ট সংস্করণ
সৈয়দ মাহামুদ শাওন
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী নগরীতে অপরাধ প্রবণতা কমাতে নগরজুড়ে ৫০০ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এতে অপরাধ করে আর কেউ পার পাবেন না বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী।
নগরজুড়ে ৫০০ ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী।
এরই মধ্যে প্রায় ৩০০ সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। ফুটেজ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে অনেক সমস্যারও দ্রুত সমাধান করছেন বলে জানান পুলিশ কর্মকর্তা উৎপল কুমার চৌধুরী।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান বলেন, অপরাধপ্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
স্বাধীনতা দিবসের আগেই নগরীর ৭০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলে আশা পুলিশের। সিসিটিভি ক্যামেরা বসাতে খরচ হচ্ছে প্রায় ৬০ লাখ টাকা।