• Uncategorized

    রাজশাহী জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

      প্রতিনিধি ৭ মার্চ ২০২১ , ৭:০৫:১৯ প্রিন্ট সংস্করণ

    মর্যাদায় রাজশাহী জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন।

    রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার এক বার্তাতে বলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের উপস্থিত সন্মানিত নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ভাতৃপ্রতীম সংগঠন ও সকল তৃণমূল সাংগঠনিক ইউনিটের সন্মানিত নেতাকর্মী ও সমর্থকবৃন্দ সহযোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক কালজয়ী ভাষন দেওয়ার মাহেন্দ্রক্ষণ “ঐতিহাসিক ৭ই মার্চ” গভীর শ্রদ্ধা ও যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো ৭ মার্চ ২০২১ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ টায় রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয় অলোকার মোড় হতে পদব্রজে রওনা দিয়ে রাজশাহী কলেজে প্রতিস্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতিতে বেলা ১১.০০ টায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন, অতঃপর বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে আলোচনা সভার মধ্য দিয়ে ।
    রাজশাহী জেলা আওয়ামী লীগ-এর মান্যবর সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মেরাজ উদ্দিন মোল্লাহ সাহেবের শারীরিক অসুস্থতার কারণে মান্যবর সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক এমপি জননেতা আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা’র সুযোগ্য নেতৃত্বে কেন্দ্রীয় নির্দেশনা অনুরূপ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন সহ দিনের সকল কর্মসূচি পালিত হয় ।

    জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অন্তে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে আলোচনা সভায় মান্যবর সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা ও যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মোঃ লায়েব উদ্দিন লাভলু সাহেব তাঁদের মূল্যবান বক্তৃতায় বলেন……

    “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ মার্চ রেসকোর্স ময়দানে লাখো লাখো মুক্তিকামী বীর বাঙালির সামনে রেসকোর্স ময়দানে তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষকে চারটি শর্ত দিয়ে ভাষণের শেষাংশে বজ্রকণ্ঠে ঘোষণা করেন, “এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।” মূলতঃ সেদিন থেকেই এদেশের মুক্তিকামী জনতা বাংলাদেশ নামক একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য স্বাধীনতা লাভের লাল সূর্যের আভা দেখতে পায় এবং দীর্ঘ নয় মাস অনেক ত্যাগ তিতীক্ষার মাধ্যমে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম প্রতিস্থাপন করাতে সক্ষম হন বিশ্ব মানচিত্রে”।
    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ