• জনপদ

    রাজশাহীর হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ভর্তি ১৫ রোগী

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৪ , ৮:৩৮:০২ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৬ জন রোগী। আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন রোগী। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন রোগী। এদের মধ্যে স্থানীয় ভাবে আক্রান্ত হয়ে ভর্তি আছে ২৪ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ৩০ নম্বর আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

    এছাড়াও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য এনএস-১ অ্যান্টিজেন টেস্ট ফ্রি করা হয়েছে। জটিল ডেঙ্গু রোগীদের জন্য আইসিইউসহ অন্যান্য চিকিৎসা সেবাও প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, এ বছর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৩০২ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬০ জন। আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ