• Uncategorized

    রাজশাহীর তানোরে পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় মুখরিত

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ৭:০২:৪৭ প্রিন্ট সংস্করণ

    তানোরে পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠছে পাড়া-মহল্লাসহ হাট-বাজার। এখানে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩৫জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন। মোট ৫২জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

    তানোর পৌরসভায় ৯ টি ওয়ার্ডের ১৩ টি ভোট কেন্দ্রে ৬৮টি কক্ষে ২৪ হাজার ৬৬৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৮ জন ও নারী ভোটার ১২ হাজার ৬২৯ জন।

    মেয়র পদে বিএনপি মনোনিত (ধানের শীষ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আ’লীগ মনোনিত (নৌকা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তানোর পৌর আ’লীগ সভাপতি ইমরুল হক ও স্বতন্ত্র (নারিকেল গাছ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী তানোর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আব্দুল মালেক।

    প্রার্থীদের প্রচার প্রচারনা গনসংযোগ ও কর্মি সমর্থকদের খন্ড খন্ড মিছিল সমাবেশসহ পথসভা ও উঠান বৈঠকসহ প্রচার মাইকিং এ তানোর পৌর এলাকার পাড়া-মহল্লাসহ হাট-বাজার ও মোড়ে মোড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

    সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীসহ কর্মি-সমর্থকরা গণসংযোগসহ উঠান বৈঠক ও মিছিলসহ সভা সমাবেশ পথসভা করলেও বেলা ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রার্থীদের প্রচার মাইকিং এ চলছে বিভিন্ন গানে গানে ভোট প্রার্থনার প্রচার প্রচারনার গান।

    প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠা পৌর এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। মেয়র প্রার্থীদের প্রচার মাইকের সাথে তাল মিলিয়ে কাউন্সিলর প্রার্থীরা অটো রিকসা ও ভ্যান গাড়ীতে প্রচার মাইক বের করায় তানোর পৌর এলাকা মাইকিং এর শহরে পরিণত হয়েছে। তানোর পৌর সভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রার্থীসহ তাদের কর্মি ও সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়ন করাসহ তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করে ভোট ভিক্ষা চাচ্ছেন।

    তবে, ভোটাররা বলছেন তারা যাকে যোগ্য ও সৎ ব্যক্তি মনে করবেন, তাঁকেই তারা তাদের মুল্যমান ভোটটি দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। ভোট চাইতে এসে কেউ তাদেরকে চাপাচাপি বা কোন ধরনের ভয়ভীতি দেখাচ্ছেন না বলেও জানিয়েছেন ভোটাররা।

    ভোটের দিন যতই ঘনিয়ে আসছে পাড়া-মহল্লাসহ হাট-বাজার ও মোড়ের চায়ের দোকান গুলোতে ভোটারদের আলোচনায় মুখোরিত হয়ে উঠছে। কে হচ্ছেন এবার তানোর পৌর মেয়র এবং কে কোন অবস্থায় রয়েছেন তা নিয়েও ভোটারদের মধ্যে আলোচনা করতে শোনা যাচ্ছে। সেই সাথে কোন ওয়ার্ডে কোন কাউন্সিলর প্রার্থীর কি অবস্থাসহ কে বিজয়ী হতে পারেন এমন বিষয় নিয়েও ভোটারদের মধ্যে চলছে আলোচনা ও সমালোচনা।

    তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তানোর পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, এখন পর্যন্ত কোন প্রার্থীর বিরুদ্ধে কোন ধরনের আচরন বিধি লংঘনের কোন অভিযোগ বা সংঘর্ষ বা হানাহানি ও মারামারির কোন ঘটনা ঘটেনি এবং অভিযোগও পাওয়া যায়নি। তিনি বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশা করছি আগামী ১৪ই ফেব্রুয়ারী শান্তিপূর্ণ ভাবে তানোর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ