প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ৫:০২:২৯ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষে দিনে এক মেয়র ও ৩ জন সাধারণ কাউন্সিলর পদ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। শেষ দিনে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী নাজমুল হক তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এর আগে মনোনয়ন প্রত্যাহার করেন ৮ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদ প্রার্থী ইমদাদুল হক, তোফাজ্জোল হোসেন ও সোনার উদ্দীন। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন ৮ নং ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেন ও ৩ নং ওয়ার্ডের কাজী নাজমুল হাসান।এদিকে ৪ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার শেষে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত নারী আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজশাহীর চারঘাট পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার রবিউল ইসলাম ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য মৌখিকভাবে সর্তক এবং সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে লিখিতভাবে জানানো হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।