• রাজনীতি

    রাজশাহীর আদালতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের জবাব দিতে চিত্র নায়িকা মাহি

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩ , ১১:১২:১৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘের অভিযোগের জবাব দিতে রাজশাহীর আদালতে হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
    আজ রোববার বেলা ১১ টার দিকে তিনি রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু সাঈদের আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দেন। যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। গত শুক্রবার মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি। এই নোটিশে রোববার তাকে আদালতে স্বশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।

    সে অনুযায়ী আজ আদালতে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা। জবাব দেয়া শেষে সাংবাদিকদের মাহি বলেন, আমি ভোটারদের কাছে দেখা করতে এবং দোয়া চাইতে গেছিলাম সেটাও আচারন বিধির মধ্যে পড়ে। আমি তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছি এবং তারাও আমাকে কঠোর ভাবে সর্তক করে দিয়েছে যেন পরবর্তিতে আর আচারন বিধি লঙ্ঘন না করি। ভোটের পরিবেশ সুষ্ঠু দাবি করে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দেন এই চিত্র নায়িকা। আগামিকাল প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। তারপরই প্রচার-প্রচারনা শুরু করতে চাই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ