রাজশাহীতে স্বর্ণালী মুকুল শেষে এখন আমের গুটি দেখা দিয়েছে
সৈয়দ মাহামুদ শাওন
রাজশাহী :
রাজশাহীতে স্বর্ণালি মুকুল শেষে এখন গাছে গাছে আমের গুটি। এ বছর মৌসুমের প্রথম থেকেই আবহাওয়া ভালো। নেই তেমন ঘন কুয়াশা, তাপপ্রবাহ, শিলাবৃষ্টি। প্রকৃতি অনুকূল হওয়ায় এবার আমের ফলন ভালো হবে বলে জানাচ্ছেন চাষী ও বিশেষজ্ঞরা। রাজশাহী ফল গবেষণা কেন্দ্র সূত্রে জানা যায়, এ বছর মোট ১৭ হাজার ৯৪৩ হেক্টর জমিতে আমের মোট উৎপাদন মাত্রা ধরা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৪৮৩ মেট্রিকটন। তারা জানাচ্ছে এবার রাজশাহী অঞ্চলের আম গাছে যে মুকুল এসেছে তার ১ শতাংশ গুটি থাকলে বাম্পার ফলন হবে।
এখন মুকুল শেষে ছোট ছোট গুটি এসেছে কীটনাশক প্রয়োগ করতে হবে। এবার ভালো আবহাওয়া আছে অনেক গুটি গাছে দেখা যাচ্ছে। হাসানুল নামের আরেক চাষী জানান, প্রায় গাছেই অনেক মুকুল এসেছে। কীটনাশক প্রয়োগ করেছি। গুটি গুলো নতুন ভাবে বের হচ্ছে। আবহাওয়া ভালো থাকায় ভালো ফলন হবে আশা করছি।
অন্য বছরের তুলনায় এবার রাজশাহীর প্রায় গাছেই পর্যাপ্ত মুকুল এসেছে। এগুলোর বেশিরভাগেই গুটি বেঁধেছে আম। আর আগে থেকেই ছত্রানাশক কীটনাশক স্প্রে করেছে চাষীরা। আর হপার পোকার আক্রমণ দূর করতেও স্প্রে করা হচ্ছে।রাজশাহীর পুঠিয়া এলাকার আম চাষী মুক্তার আলী জানান, এবার সকল গাছেই ভালো মুকুল এসেছে। প্রথম অবস্থায় দুইবার কীটনাষক দিয়েছি গাছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.