মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ০১ জানুয়ারি ২০২৪ তারিখ সময় রাত্রী ০০.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশরীপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ আশিকুর রহমান (২০), পিতা-মোঃ তাহাজুল ইসলাম, সাং-হরিন বিস্কা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঠাঁলবাড়িয়া এলাকা হতে গলি পথে কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রীবেশে অটোরিক্সা যোগে মাদকদ্রব্যসহ কোর্টস্টেশন এলাকার দিকে যাচ্ছে। বিষয়টি জানামাত্রই ঘটনাস্থল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশরী পাড়া এলাকাস্থ জনৈক মোঃ উজ্জল হোসেন, পিতা-এছার উদ্দিন এর বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছে র্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালীন সময় উল্লিখিত ঘটনাস্থলে ০১ টি ব্যাটারী চালিত অটোরিক্সা আসলে সিগন্যাল থামানোর চেষ্টা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি অটোরিক্সা হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম ০১ জন ব্যক্তিকে ঘটনাস্থলেই অটোরিক্সার মধ্যেই থাকা সাদা প্লাস্টিকের বস্তাসহ আটক করতে সক্ষম হয় এবং অপর ০১ জন ব্যক্তি রাতের আধারে দৌড়ে কৌশলে দক্ষিণ দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত প্লাস্টিকের বস্তার ভিতর হতে উক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। উক্ত আসামীর নামে ইতিপূর্বে আরো একটি মাদকের মামলা আছে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.