• জনপদ

    রাজশাহীতে বৃক্ষ মেলা শুরু

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৪ , ৯:৫১:০৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    নগর ভবনের গ্রীন প্লাজায় আয়োজিত এই মেলায় এবার শতাধিক স্টল অংশ নিয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় সামাজিক বন বিভাগ ২০ দিনব্যাপী এই বৃক্ষ মেলার আয়োজন করেছে। রোববার (১ সেপ্টেম্বর) সকালে মেলার উদ্বোধন উপলক্ষে নগরীর গৌরহাঙ্গা রেলগেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

    পরে বিভাগীয় কমিশনার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ।
    আগামী ২০ সেপ্টেম্বর এই বৃক্ষমেলা শেষ হবে। আর মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ