মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে বুধবার বিকেলে রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, নিট ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য প্রভৃতি তথ্য সম্বলিত কোনপ্রকার লেবেল/মোড়ক ব্যবহার না করায় সাহেব বাজার এলাকায় অবস্থিত রাজশাহী মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।
এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদবিহীন সানলাইট কেমিক্যাল কোং, রাণীবাজার, রাজশাহী এর উৎপাদিত ‘লিকুইড হ্যান্ডওয়াশ ও লিকুইড ডিশ ওয়াশ’ বিক্রয়-বিতরণ করায় নওদাপাড়া বাজার এলাকায় অবস্থিত ফ্লিটবাই সুপারশপকে সতর্ক করা হয় এবং বিএসটিআই’র গুণগত মানসনদবিহীন পণ্য বিক্রয়-বিতরণ হতে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.