• আইন ও আদালত

    রাজশাহীতে বাজার মনিটরিং, জরিমানা ৩০ হাজার

      প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৪ , ১০:৫৯:৩৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে রাজশাহীতে বাজার মনিটরিং করা হয়েছে।
    আজ বুধবার দুপুরে মহানগরীর সাহেব বাজার কাঁচাবাজার, মনিচত্তরসহ বেশ কয়েকটি বাজারে মনিটরিং করা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপ-পরিচালক ইব্রাহিম হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহানগরীর ফজলে এলাহী, রাজশাহীর কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা অপু সরকার, রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাশির হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মনিটরিং এর সময় মহানগরীর দুটি হোটেলে মেয়াদ উত্তীর্ণ খাবার ও নোংরা পরিবেশের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা কর হয়। সেলিম হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং বাবু ঘোষ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কৃষি বিপনী সামগ্রী বিক্রয়ের জন্য দোকানীদের লাইসেন্স করার জন্য নির্দেশ প্রদান করেন এবং তাদেরকে সতর্ক করে বাজার মনিটরিং শেষ করা হয়।#

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ