• সারাদেশ

    রাজশাহীতে ডেঙ্গুর হানা মৃত্যু ১,ভর্তি ৩৫,সুস্থ ২৭

      প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ৮:২১:৫১ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া পাপ্পু (৪০) মারা গেছে। সে রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা। শনিবার (৮জুলাই) সকাল পৌনে ১০ টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমএফ শামীম আহাম্মদ। তিনি বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যাওয়া পাপ্পু গত ২ জুলাই হাসপাতালে এসে ভর্তি হয়। সে মুন্সিগঞ্জে কর্মরত ছিলেন।

    তার একটি কানে ডেঙ্গু রোগের আলমত দেখা দেয়। সেই আলামত অনুযায়ী আমাদের হাসপাতলে চিকিৎসা চলমান ছিলো। এই রোগে আক্রান্ত হলে রোগীর লিভার, কিনডিসহ শরীরের গুরুত্বপূর্ণ অংশে প্রভাব পরে। সে আক্রান্ত হওয়ার অনেক পরে হাসপাতালে ভর্তি হয়। তার আত্নীয় স্বজনরা আছে । নিয়ম অনুযায়ী তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান। এদিকে হাসপাতালের তথ্যমতে শনিবার (৮জুলাই) বিকেল পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ জন ভর্তি আছেন। এপর্যন্ত ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়ে বাড়ী গেছেন ২৭ জন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ