প্রতিনিধি ৫ মে ২০২৪ , ১০:০৮:১৫ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
গ্রেফতারকৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে চোলাইমদ প্রস্তুতকালে বিপুল পরিমাণ মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।
গতকাল শনিবার ৪ মে ২০২৪ ইং তারিখ ১৪:১০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চাঁন্দলাই খড়িবোনা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১। শ্রী বনমালী বর্মন (৬৫), পিতা-মৃত ঘেরুনাথ বর্মন, ২। শ্রী জগাই মন্ডল (৩০), পিতা-শ্রী মলিন মন্ডল, ৩। শ্রী গনেশ মন্ডা (৬০), পিতা-মৃত সুশেন মন্ডা, সর্ব সাং-চাঁন্দলাই খড়িবোনা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদেরকে ১২০৫ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত ঘটনায় রাজশাহীর জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।