প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৯:৩৭:৪৬ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর ছয়টি আসনে দলীয় মনোনয়ন ফরম তোলার মহোৎসব । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন তুলেছেন ৩৯ জন প্রার্থী। তাঁরা জমাও দিয়েছেন। তবে এগিয়ে রয়েছে এই ছয় আসনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন ফরম রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে। এই আসনে দলের ১২ নেতাকর্মী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, রাজশাহীতে এবারই প্রথম এত নেতা আওয়ামী লীগের মনোনয়ন অরম সংগ্রহ করেছেন। যা সকল রেকর্ড ভঙ্গ করেছে। এখন দল যাদের মনোনয়ন দিবেন, তারাই নৌকার প্রার্থী হবেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় সূত্র থেকে জানা গেছে, রাজশাহী-১ আসনে দলের মনোনয়ন ফরম কিনেছেন সাবেক শিল্পপ্রতিমন্ত্রী বর্তমান এমপি আলহাজ ওমর ফারুক চৌধুরী পুলিশের সাবেক অতিরিক্ত আইজি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামান, সাবেক তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, ,সাবেক জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন ও বদরুজ্জামান রবু মিয়া,
আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আতাউর রহমান খান, জেলা কৃষক লীগের সহসভাপতি আব্দুল ওয়াহাব জেমস, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাজবুল হক, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান। রাজশাহী-২ (সদর) আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুর রহমান বাদশা, সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাবু ও মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান এমপি আয়েন উদ্দিন, সাবেক এমপি মেরাজউদ্দিন মোল্লাহ, মর্জিনা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা কৃষক লীগের সভাপতি রবিউল ইসলাম বাবু, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ও মোহানপুরের যুবলীগ নেত্রী চপলা বেগম।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে দলের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ ও ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল।
অন্যদিকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেকএমপি আব্দুল ওয়াদুদ দারা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, সাবেক এমপি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, জেলা কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বর্তমান এমপি ডা. মুনসুর রহমান, যুবলীগ নেতা ওবায়দুর রহমান ও আবু সায়েম।
রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম, রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি লায়েব উদ্দিন লাবলু, সাবেক এমপি রায়হানুল হক ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী।এখন শুধু প্রতীক্ষা প্রহর গুনছে কোন ৬ জন ব্যক্তি হবেন নৌকার মাঝি।