• Uncategorized

    রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৮ পলাতক আসামি গ্রেপ্তার

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২০ , ২:১০:০৪ প্রিন্ট সংস্করণ

    ইমন ইসলাম-রাজবাড়ী প্রতিনিধি:

    আজ মঙ্গলবার দিন ব্যাপী রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৮ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

    রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম -এর দিকনির্দেশনায় এবং তার নেতৃত্ব থানার অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করে।

    অভিযানে জিআর ১৬৫/২০ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের বকু খাঁর মোঃ খোকন খাঁ, ছমির আলীর ছেলে আলাউদ্দিন খাঁ, মনজু খাঁর ছেলে রুবেল খাঁ, মিছির মিজির ছেলে পলাশ মিজি, মোঃ নুরুর ছেলে আজিজ মিকার, জিআর ১৬৩/২০ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী ও চর খানখানাপুরের বাসিন্দা মোঃ নুরু মোল্লার ছেলে কামাল মোল্লা, জিআর ৪৬৭/১৯ এর আসামী ও জেলা শহরের শ্রীপুর গ্রামের বাসিন্দা বেলায়েত খাঁর ছেলে ওমর কাজী, জিআর ৪৭৩/১৮ এর আসামী ও চর শ্যামনগর গ্রামের বাসিন্দা রাজ্জাক শেখের ছেলে মোঃ রেজাউল শেখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ