• Uncategorized

    রাজনগরে একি পরিবারের দুজনের করোনা ভাইরাসে মৃত্যু।

      প্রতিনিধি ২৪ মে ২০২১ , ৩:৩৮:১৫ প্রিন্ট সংস্করণ

    মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পদিনাপুর গ্রামের মোস্তফা বক্স এর ছেলে সুহেল বক্স ও উনার স্ত্রী আজ ২৩/৫/২১ সালে একি পরিবারের দুজন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।আরও চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।মোস্তফা বক্স এর ছেলে সুহেল বক্স রাজনগর বাজারে একজন ব্যবসায়ী ছিলেন আজ দুপুর উনার ইন্তেকাল হলে আছরের নামাজের পর উনার মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

    এবং সন্দ্যা ৮ ঘটিকায় মরহুমার মা, মোস্তফা বক্সের স্ত্রী ইন্তেকাল করেন,আরও চারজন একি পরিবারে আক্রান্ত আছেন,এই খবর নিস্তিত করেন রাজনগর থানার অফিসার ইনচাজ আবুল হাসিম, পদিনাপুর গ্রামের মোস্তফা বক্সের বাড়ী লকডাউন দেওয়া হয়েছে,রাজনগর এবং মৌলভীবাজার এর সাধারণ মানুষ কে আরও সতক থাকতে হবে এবং মাক্স পরিদান করে চলাফেরার ফরামশ দেন অফিসার ইনচাজ জনাব আবুল হাসিম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ