• Uncategorized

    রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবি বহু হতাহতের আশংকা

      প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৪:৪১:৪৬ প্রিন্ট সংস্করণ

    ঢাকা জেলা প্রতিনিধি :

    রাজধানীর শ্যামবাজারের বুড়িগঙ্গা  নদীতে লঞ্চ ময়ুর-২ এর ধাক্কায় মর্নিংসান নামের লঞ্চটি ১০০ যাএী নিয়ে গভীর নদী তলিয়ে যায়।

    লঞ্চটির উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন কোষ্টগার্ড, নৌ-বাহিনীও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নৌ পরিহন মণ্রনালয়ের কর্মকর্তা কর্মচারীরা উদ্ধার কাজ পরিচালনা করছেন। লঞ্চটির অবস্হান সনাক্ত ৩০ জনের লাশ উদ্ধার, উদ্ধার হওয়া যাএীদের মধ্যে ২৩জন পুরুষ ৫ জন মহিলা ও ২ জন শিশু। সূএমতে এখনও পর্যন্ত ৭০জন যাএী নিখোজ রয়েছেন। নারায়নগঞ্জ  থেকে ঘটনাস্হলে এসে পৌচেছে  বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ