প্রতিনিধি ২ নভেম্বর ২০২০ , ১০:০৬:১৬ প্রিন্ট সংস্করণ
সাদ্দাম হোসেন মুন্না-স্টাফ রির্পোটারঃ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা)-কে অবমাননার প্রতিবাদে রাজধানীর পল্টনের বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজার সামনে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার সকাল ১১টায় শুরু হয় পূর্বঘোষিত এ কর্মসূচি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৬টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজার সামনে জড়ো হতে শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। বেলা ১১টার মধ্যে হাজার হাজার মানুষের সমাগম হয় সেখানে।
একপর্যায়ে বন্ধ করে দেওয়া হয় বিজয়নগর, প্রেসক্লাব থেকে পল্টন, গুলিস্তান সড়ক। আশপাশের এলাকায় প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।
সমাবেশে হেফাজতের নেতারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রান্সের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ঘৃণা প্রস্তাব আনার দাবি জানান। এছাড়া ফ্রান্সের পণ্য বর্জন এবং বাংলাদেশ থেকে ফরাসি দূতাবাস বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়।