সৈয়দ মাহমুদ শাওন:
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির সহযোগিতায় রাজধলা কেন্দ্রীয় শিশু ফোরাম কর্তৃক উপজেলা পরিষদ এর হলরুমে আয়োজিত হয়েছে আলোচনা সভা, চিত্রাংকণ, আবৃত্তি,রচনা ও উপস্থিত বক্তৃতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা গুলো দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীদের জন্য শহীদ মিনার বিষয়ে চিত্রাংকন ও ভাষা আন্দোলন বিষয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং নবম ও দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীদের জন্য শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ে রচনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা সুমি আকন্দ,উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ও রাজধলা কেন্দ্রীয় শিশু ফোরাম এর সভাপতি উজ্জল মিয়া উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.