প্রতিনিধি ১৭ মার্চ ২০২১ , ৪:০০:২৮ প্রিন্ট সংস্করণ
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক ১৭ ই মার্চ বাঙ্গালী জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।আজ বুধবার ১৭ মার্চ সকাল ১১ ঘটিকার সময় স্হানীয় উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ’র কনফারেন্স হল রুমে কেক কেটে অনুষ্টান শুরু করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজিবী এডভোকেট গিয়াস উদ্দিন।শুরুতেই পবিত্র কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হোসাইন আহমদ এবং গীতা পাঠ করেন নরোত্তম নাথ।বঙ্গবন্ধুর জীবনী চারণ করেন অত্র বিদ্যালয়ের ছাত্র অমিত মালাকার।
স্হানীয় বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এ,কে,এম সিফত আলীর সভাপতিত্বে ইংরেজী শিক্ষক মো: মাসুক মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ডা মুহাম্মদ শাহনুর হোসাইন, বিশিষ্ট সমাজসেবক সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আরশ আলী গনি, সহকারী প্রধান শিক্ষক মো: রাশেল মিয়া, শিক্ষক নোয়াব আলী, বিশিষ্ট সমাজসেবক, সৌদি আরব প্রবাসী আব্দুল্লাহ।
এসময় উপস্হিত ছিলেন ইতিহাস বিভাগের প্রভাষক শাহীন আলম, বাংলা প্রভাষক আবু জাফর মো: হাবিব, সহ শিক্ষক গৌতুম চন্দ্র সাহা, কলছুমা জান্নাত পপি, কামরুন নাহার পলি, কামাল মিয়া, জামিল আহমদ, লাইব্রেরিয়ান রুজিনা বেগমসহ মিডিয়া কর্মী, শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রবৃন্দ।