• চট্টগ্রাম বিভাগ

    “রাইট টক বাংলাদেশ” নোয়াখালী সদর উপজেলা শাখার সভাপতি স্বপন, সম্পাদক জুনায়েদ

      প্রতিনিধি ২৮ জুন ২০২৪ , ১১:০২:৫০ প্রিন্ট সংস্করণ

    আহমেদ করিম-নোয়াখালী জেলা প্রতিনিধি:

    “সবাই মিলে বাংলা সাজাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর মাইজদীতে স্বেচ্ছাসেবী সংগঠন “রাইট টক বাংলাদেশ” এর নোয়াখালী সদর উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।

    নবগঠিত কমিটিতে ৬ জন বিশিষ্ট সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ফিরোজ উদ্দিন স্বপন, সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম, সাধারণ সম্পাদক সাংবাদিক জুনায়েদ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও অর্থ সম্পাদক মিজানুর রহমান এর নাম ঘোষণা করা হয়।

    ২৭ এ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নোয়াখালীর মাইজদী আমানিয়া চাইনিজ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইট টক বাংলাদেশ নোয়াখালী জেলার সভাপতি এস.এস শামসু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক জাহানারা বেগম সুমি। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী মোঃ খুরশিদ আলম, গণসংযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, রাইট টক বাংলাদেশ সংগঠন দক্ষ নাগরিক গড়ে তুলতে অঙ্গিকারবদ্ধ। ধীরে ধীরে শস্য শ্যামল এই সোনার বাংলার মেঠোপথের মানুষের সাথে সুন্দর সমাজ সাজিয়ে তুলতে চির সারথি হয়ে কাজ করে যাবে।

    মাদকমুক্ত, অপরাধ দূর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সচেতনতার কোন বিকল্প নেই। আদর্শ, নীতিবান জাতি ছাড়া একটি সমাজ দেশ কখনোই তার পূর্ণতা লাভ করতে পারে না। তাই সুন্দর সমাজ গঠনে আগে প্রয়োজন দক্ষ নীতিবান নাগরিক। দেশের প্রতিটা পাড়া মহল্লায় পাঠাগার স্থাপন করে এই সমাজকে শান্তি ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে রাইট টক বাংলাদেশ কাজ করে যাবে।

    সামাজিক সংগঠন ‘রাইট টক বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল আমিন তাওহীদের হাত ধরে ২০১৯ সালের ৫ ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় “রাইট টক বাংলাদেশ” নামক এই সংগঠনটির। এরপর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ