এইচ.এম.আল আমিন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট চর-রমিজ রশিদিয়া সিনিয়র আলিম মাদরাসাই সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
আজ ২২ ই ফেব্রুয়ারি ২৩ ইং রোজ বুধবার সকাল ১০ টার দিকে মাদরাসার হল রুমে এই আয়োজন করেন প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং
প্রাক্তন ছাত্র মোঃ আব্দুর জাহের সাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন,কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাঁদ,নক্ষত্র,নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে,আগামীতে আরো এগিয়ে যাবে।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যোশ্যে বলেন,প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভালো ভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে,সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় নাই।
যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরনের কাজে ব্যয় করবে,সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে।
প্রাক্তন ছাত্র মোঃ আইয়ুব বলেন আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনের দেশের কর্ণধার,একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না,শিক্ষা জাতির মেরু দন্ড,জ্ঞানী বলেছেন, আমাকে একটি মা দিলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো। তাই আমাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে,ইসলামের প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে জঙ্গীবাদ,সন্ত্রাস দূর করতে হবে।
অনুষ্ঠানে চতুর্থ শ্রেণী থেকে আলিম পর্যন্ত ২৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
উপস্থিত ছিলেন চর-রমিজ রশিদিয়া সিনিয়র আলিম মাদরাসার সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ গোলাম মোস্তফা,
অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক প্রভাষক মাওলানা ওলিউল্লাহ্, বিশেষ মেহমান হিসেবে ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন,
সাবেক বর্তমান শিক্ষক- শিক্ষিকা, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র হাজী মোহাম্মদ নাহিদ উদ্দিন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.