প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২২ , ১১:৪৫:১১ প্রিন্ট সংস্করণ
রঙের তামাশা
লেখায়-আয়েশা সাফা
সব কিছু অচিরেই কেমন যেন বদলায়,
কতোজন মুসাফির হয়ে ভবঘুরে করে শান্তির খোঁজ।
বেঁচে থাকে পালিত স্বপ্নের মাটিতে দেয়া কিছু অধ্যাবসায়ের কবর,
ফোপাতে থাকে আত্নার শান্তির জিয়ারত হিসেবে কেউ অন্তত রাখুক মনের খবর।
সন্ধ্যের শহরটা প্রতারক প্রেমিকের মতো করে অচিরেই রঙ বদলায়-
কত ব্যস্ত মানুষজন তাদের প্রকৃত রুপে ফিরে আসে_
বাহিরে কত রঙ তামাশা করে আসা সদ্য ছেলেটাও বোনকে এসে শাসন করে!
অন্যঘরের বোনকে ঠিকই ক্যারি অন চলে।
কত লোক ভিতরে শত কষ্ট জমিয়েও দিন শেষে বেচেঁ থাকে তাদের সেই মানুষটার অপেক্ষায়-
স্বপ্নহত্যার দায় নিয়ে অপরাধী তাঁতী স্বপ্ন বুনায় রোজ,
মানুষের জীবনটা বাতাসে রেখে দেয়া মোম বাতির মতোই!কে রাখে কার খোঁজ?
বেচেঁ থাকে প্রেমিকের বুকের গাঢ় রেশম অন্ধকারে হারানো একটি অমাবস্যার সমান্তরালে দাঁড়াবে বলে কিছু প্রেমিকা।
চলো বহুদূর,জীবন যায় যতদূর
এমন হাজারো ভাবনা নিয়ে প্রতিভা নিয়ে বসে থাকা জন ভাবছে যোগ্যতাই যার তরবারির মত ধারালো-
আগুনের শিখার ন্যায় প্রখর আর চির দীপ্তিময়,
পরনির্ভর আগাছা আর পরগাছার হয়ে-
কুনোব্যাঙের মত ঘরকোণে থাকা ব্যক্তি সে নয়।
অথচ ঠিকই বাস্তবতার দায় দিয়ে মরে থাকে জীবন!
আমিও হুট করে একদিন বদলে যাব,
কেননা-
সময় আর প্রতিশ্রুতি যখন পক্ষে থাকে না, বাস্তবতাও তখন মানুষ চেনায়!’