প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৬:১০:২৭ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ- রক্তে ভেজা শহরে
লেখকঃ শিহাব আহম্মেদ
আমি লাল সবুজের পতাকায় মোড়ানো কফিন
আমি স্বাধীন বাংলাদেশের এক অসহায় দাফন!
আমি অবিরাম বাংলার বুকে ধর্ষিতার চিৎকার
আমির নারকীয় দানবদের তান্ডবে মাতা হুংকার!
আমি অভিজিৎ বিশ্বজিত আমি আবরার ফাহাদ,
আমি ধর্ষিতা তনু খাদিজা নাদিয়া আমি নুসরাত!
আমি মিতু, আমি রাজপথে লাল হওয়া রিফাত,
আমি রাজন, আমি অবিরাম শকুনের থাবায় হত!
আমি স্বাধীন বাংলাদেশের এক পরাধীন সৈনিক
আমি ধর্ষিতা মায়ের এক অসহায় আত্ন চিৎকার!
আমি স্কুল কলেজে ধর্ষিতা বোনের ভয়ার্ত চাহনি,
আমি দানবদের কইলজায় লাথি দিয়ে দেই ধিক্কার!
আমি ধ্বসে পড়া ভবনের সেই পচা দুর্গন্ধময় লাশ,
আমি হায়েনার পদতলে পড়ে নিহত করুন আর্তনাদ।
আমি পিলখানার আধাঁরে খুন হওয়া নীল ইতিহাস!
আমি বাসে ধর্ষিতা মাজেদার ধুলোয় উড়া সেই ত্রাস।