প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২২ , ৪:২৯:০৪ প্রিন্ট সংস্করণ
আল শাহরিয়ার জিম-ভ্রাম্যমাণ প্রতিনিধি:
রংপুর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণ। আসুন শীতার্থ দরিদ্র মানুষের পাশে দাড়াই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রংপুর সমাজ কল্যাণ সংস্হার আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে মেডিকেল পুর্বগেট নর্দান মেডিকেল কলেজ মাঠে রংপুর সমাজ কল্যাণ সংস্হার আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু বলেন সমাজের বৃত্তবানরা আসুন আমাদের আশে পাশে থাকা অসহায় হতদরিদ্র পিছিয়ে পড়া গরীব মানুষের পাশে দাঁড়াই। আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি ততটুকু দিয়ে এই শীতে উষ্ণতা বিলিয়ে দেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নওশাদ রশীদ। তিনি বলেন ছেলে হোক মেয়ে হোক আমাদের বাচ্চাদেরকে যদি আমরা স্কুল কলেজ পড়িয়ে শিক্ষিত করে তুলতে পারি তাহলে আমাদের দেশে দরিদ্রতা কমে যাবে। এ ছাড়াও রংপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক খালেদ আনোয়ার পাশা, অর্থ সম্পাদক মানিক চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শিমুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুল হক, সদস্য সচিব সাইফুর রহমান প্রমূখসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে অসহায় ও দুস্হ প্রায় ২০০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।