• Uncategorized

    রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় ভেজাল অভিযানে এক ভূয়া ডাক্তার কে দেড় লাখ টাকা জারিমানা করেছে র‍্যাব ১৩।

      প্রতিনিধি ১০ জুলাই ২০২০ , ২:২৯:১৮ প্রিন্ট সংস্করণ

    শরিফা বেগম শিউলী-রংপুর প্রতিনিধিঃ

    রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামে অভিযান চালিয়ে ভেজাল ঔষধ  বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন ভূয়া ডাক্তার (হাকিম)কে মোট ১,৫০,০০০/-

    (একলক্ষ পঞ্চাশ হাজার) টাকা জারিমানা করেছে র‍্যাব ১৩।

    র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে তৎপর থাকে এবং অভিযান পরিচালনা করে থাকে।

    এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল তারিখ

    ০৯ জুলাই ২০২০ খ্রিঃ বিকালে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন নন্দগাঁও গ্রামে অভিযান চালিয়ে

    লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন ও এএসপি সামুয়েল সাংমা দ্বয়ের নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল্লাহ আল- নোমান সরকার এর সাথে যৌথভাবে ভেজাল

    ঔষধ বিরোধী অভিযান পরিচালনা করেন। এই অভিযানে সার্টিফিকেট ও ড্রাগ লাইসেন্স বিহীন ডাক্তার (হাকিম)

    মোঃ আব্দুল হাই, পিতা- মৃত সামসুল হক, গ্রাম-নন্দগাঁও, থানা- হরিপুর, জেলা-ঠাকুরগাঁও থেকে ভেজাল ঔষধ প্রস্তুুত, বিক্রি, সরবরাহ, ঔষধের বোতলের গায়ে মোড়ক বা লেবেল না লাগানো, ড্রাগ লাইসেন্স, সার্টিফিকেট না থাকা ও মেয়ার্দ উত্তীর্ণ ঔষধ নতুন বোতলে বিক্রির দায়ে দোষী সাব্যস্ত করেন।

    উক্ত ব্যক্তির হেফাজত হতে ম্যাজিস্ট্রেটের সহায়তায় র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর বিপুল পরিমান ভেজাল ঔষধ সামগ্রি জব্দ করে

    এবং পরবর্তীতে আইনের নির্ধারিত পদ্ধতিতে উপস্থিত গন্য-মান্য ব্যক্তি ও জন সম্মুখে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে।

    ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৬ ধারায় ভেজাল এবং মানুষের স্বাস্থের জন্য

    ক্ষতিকর পণ্য আটক করে নির্ধারিত পদ্ধতিতে ধ্বংস এবং একই আইনের ৪১ ধারা অনুযায়ী জ্ঞাতসারে ভেজাল

    মিশ্রিত ঔষধ তৈরি ও বিক্রি করার শাস্তি হিসেবে উক্ত ভুয়া ডাক্তার (হাকিম) কে ১,৫০,০০০/- (এক লক্ষ

    পঞ্চাশ হাজার)টাকা জরিমানা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আবদুল্লাহ আল মামুন লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ