প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:৫৪:১৭ প্রিন্ট সংস্করণ
সাগর আহম্মেদগাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৪ ফেব্রুয়ারী বুধবার থানা চৌমাথা বিশ্বরোড মোড়ে রংপুর ইপিজেড বাস্তবায়ন কমিটির উদ্যোগে ০২ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুর ইপিজেড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা এম এ মতিন মোল্লার সভাপতিত্বে ও সাংবাদিক আলমগীর হোসেন ও সচেতন নাগরিক আব্দুল মমিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ সেকেন্দার আলী, জে এসডির সভাপতি মোঃ আইয়ুব হোসেন সরকার, বাসদ কেন্দ্রীয় সদস্য কমরেড রফিকুল ইসলাম রফিক,
গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবু গোপাল মহন্ত, সিনিয়র সহ সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু,সাধারণ সম্পাক রাসেল কবির,রিপোর্টার্স ফোরামের সভাপতি শাহ আলম সরকার সাজু,জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার ,সাংবাদিক এসোসিয়েশন সভাপতি মাহমুদ খান,কৃষকনেতা মমতাজ আলী প্রধান,সাংস্কৃতিক নেতা বাবু লাল চৌধুরী,অলক মহন্ত, ধারাভাষ্যকর রবিউল ইসলাম, শিক্ষক নেতা অধ্যক্ষ শরীফ আহমেদ, আতিকুর রহমান আতিক, ,নারী নেত্রী হেপী বেগম,রংপুর চিনিকল চালু আন্দোলনের নেতা মুকুল মিয়া, গোবিন্দগঞ্জ শ্রমিক ঐক্য পরিষদের নেতা সাহারুল আলম সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান,সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্ডল, নুর আলম আকন্দ আব্দুল হান্নান আকন্দ, শামীম রেজা ডাফরুল,ওয়াজেদ আলী, আবু তারেক সহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন ষড়যন্ত্র করে গোবিন্দগঞ্জে ইপিজেড বন্ধ করা যাবেনা।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা রংপুর ইপিজেড প্রতিষ্ঠিত হবেই। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন হবেই।