প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৪:২৫:৩১ প্রিন্ট সংস্করণ
শরিফা বেগম শিউলী-রংপুর প্রতিনিধিঃ
রংপুর মহানগরীর ভাঙ্গা মসজিদ মোড় উচ্ছেদ অভিযানের ছবি তোলার সময় পুলিশের লাঠিচার্জ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন লেমনসহ আহত ১০।
মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে ভাঙ্গা মসজিদ মোড়ে এই ঘটনাটি ঘটে।এলাকাবাসী সূত্রে যানা যায়, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন লেমন ভিডিও করার জন্য সামনের দিকে এগিয়ে যায় এতে করে পুলিশ বাধা দেয়।
এক পর্যায়ে পুলিশ লিমনের উপরে চড়াও হয়ে লাঠিচার্জ করতে শুরু করনে। এক পর্যায়ে লিমন মাটিতে পড়ে গেলে এলোতাপারীর বুট ও লাঠি দিয়ে লিমনকে মারতে মারতে মাটিতে ফেলায় দেয়। সাংবাদিক বৃন্দরা বলেন, লিমনের উপরে পুলিশ লাঠিচার্জ কেনো করলো আমরা বুঝতে পারলাম না।
এই ঘটনার তিব্র নিন্দ্রা জানাই ও অপরাধী পুলিশের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি করছি। এদিকে দ্রুত লাঠিচার্জ কারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি রংপুরের সাংবাদিক সমাজের।