শরিফা বেগম শিউলী-রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরীর বাহারি রকমের মিষ্টির সমারোহ নিয়ে নগরীতে যাত্রা শুরু করেছে 'রংপুুুর সুইটস'মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর স্টেশন রোডের শাহ্ বারি ভবন (আহার রেস্টুরেন্ট) নিচতলায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবলীগের সাধারন সম্পাদক মুরাদ হোসেন, ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, প্রিমিয়ার ব্যাংক ম্যানেজার রেজাউল করিম, রংপুুুর সুইটস এর প্রোপ্রাইটার নাজমুল ইসলাম পারভেজ, তার বাবা আবদুল ওয়ারেছ ও ছোট ভাই নাহিদ ইসলাম ফাহিমসহ অরো অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধন করার সময় সংক্ষিপ্ত বক্তব্যে সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুরে একটি সুন্দর ও মনোরম পরিবেশে 'রংপুর সুইটস' নামের প্রতিষ্ঠান চালু হল। আশাকরি তারা প্রতিষ্ঠানটি গুনগত মান বজায় রেখে পন্য বিক্রি করবে। শহরের আরো অনেকগুলো সুইটসের দোকান আছে। গুণগত মান বজায় রেখে তাদের সঙ্গে পাল্লা দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.