প্রতিনিধি ৬ নভেম্বর ২০২০ , ৩:১৬:৩৯ প্রিন্ট সংস্করণ
শরিফা বেগম শিউলী-রংপুর প্রতিনিধিঃ
আজ (৬ নভেম্বর) রোজ শুক্রবার বিকালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্হা (আসক) ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে সভাপতি এজাজ আহম্মেদ ও সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বাবুসহ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হায়াত মাহমুদ মানিক-বিপ্লবী কবি ও সমাজসেবক।,সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় মানবাধিকার প্রতিষ্ঠাসহ সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে স্বীকৃতি স্বরূপ সন্মাননা স্বারক ২০২০ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা (মেয়র রংপুর সিটি কর্পোরেশন,রংপুর)পরে জরুরি কাজে আটকে যাওয়ার কারণে উপস্থিত হতে পারে নাই।পরে প্যানেল মেয়র মোঃ মাহমুদুর রহমান টিটু-রংপুর সিটি কর্পোরেশন, কে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে বললে, তিনি সমাজে মানবাধিকার কর্মীদের বেশি বেশি করে আগ্রহী হবার জন্য উদ্বুদ্ধ করে বলেন,আমি সর্বদা মানবতার কাজে নিয়জিত থাকার চেষ্টা করি পাশাপাশি মানবাধিকারের লক্ষে জারা কাজ করে সেই সব কর্মীদের পাশে সর্বদাই থাকব ইনশাআল্লাহ্।তিনি আরও বলেন,আমি মানবাধিকার অনেক কর্মীদের নাম শুনে থাকি কিন্তু বিভাগীয় কমিটির সভাপতি এজাজ আহম্মেদ ও সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বাবু সাইফুল ইসলাম সুইটসহ তাদের সকল সদস্যগনের মত নিষ্ঠার সাথে কাজ করা কর্মী খুবই কম দেখেছি।
ডাঃ মফিজুল ইসলাম মান্টু-চিকিৎসক ও সাংস্কৃতিক,খন্দকার ফখরুল আনাম বেন্জু-শিক্ষক ও সমাজসেবক,মোঃ মাহমুদুর রহমান টিটু-প্যানেল মেয়র রংপুর সিটি কর্পোরেশন,রংপুর,পলাশ কান্তি নাগ-সাবেক ছাত্র নেতা প্রগতিশীল গণতান্ত্রিক সংগঠক আলহাজ্ব মোঃ হাসান আলী- বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবকসহ কয়েকজন কে সম্মাননা স্মারক প্রদান করেন।
আর ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,জিএম মোতাকাব্বেরু রহমান সৌরভ-সম্পাদক,আরসিএন ২৪ বিডি,আহবায়ক,”বনপা” বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন রংপুর।আশরাফুল আলম -যুগ্নআহবায়ক,বনপা বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন রংপুর,সাইফুল ইসলাম সুইট-সংগঠক ও সমাজসেবকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া অনলাইনের সাংবাদিক বৃন্দ।
মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন, অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন,বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল (বনপা) এসোসিয়েশন রংপুর।অনলাইন নিউজ পোর্টাল,ডিসেন টিভি ২৪,রংপুর ২৪.কম,লিবার্টি টিভি ২৪.কম,দি ডেইলি প্রেজেন্ট,জাতিয় পত্রিকা দৈনিক সন্ধা বানী।