• আমার দেশ

    রংপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান কলেজ রোড দোকান মালিক সমিতি।

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২১ , ১:৪১:৪৬ প্রিন্ট সংস্করণ

    রংপুর নগরীতে একুশের প্রথম প্রহরে হাজারো মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। রাত ১২ টা ১ মিনিটে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় একুশের প্রথম প্রহরে শুরু হয়। কলেজ রোড দোকান মালিক সমিতির সদস্যরা পুষ্পস্তবক নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের।১৯৫২ সালের এ দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত,ও সফিউর,এবং জব্বারের মত বাংলার দামাল ছেলেরা।তাদের বুকের তাজা রক্তে রক্তিম বর্ণে রঙিন করে শৃঙ্খলামুক্ত হয়েছিল দুঃখিনী মায়ের মুখের ভাষা বর্ণমালা,আমাদের মায়ের বাংলা ভাষা।১৯৫২ সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনমুখী ছাত্রদের ওপর তৎকালিন পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে সু-খ্যাত ও চিহ্নিত হয়ে আছে।রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে করোনার কারণে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, কলেজ রোড দোকান মালিক সমিতির সভাপতি মোতাহার হোসেন মণ্ডল (মওলা) ও সাধারণ সম্পাদক মাসুদ রানা মাসুম প্রমুখসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ