• সারাদেশ

    রংপুরে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়নে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

      প্রতিনিধি ২১ মে ২০২৩ , ৬:৪৪:৫৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ জাহিদ ইসলাম:

    রংপুর নগরীর ১৫নং ওয়ার্ড ফতেপুর উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, সদর রংপুর এর আয়োজনে ডেইরি উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় ডেইরি ফার্ম এসোসিয়েশন এর রংপুর সদর ও সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ডের সর্বমোট ১৪০ জন ডেইরি মালিক উপস্থিত থেকে প্রশিক্ষণ এবং বিভিন্ন উপকরণ গ্রহণ করে। অনুষ্ঠানে ডেইরি ফার্ম মালিকদেরকে কাউ ম্যাট, সিলিং ফ্যান ও মগ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি- রংপুর সদর- ৩ আসনের সংসদ সদস্য, প্রয়াত পল্লীবন্ধু এরশাদ পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য, এরশাদ পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ বলেন-দেশের মানুষের খাদ্য হিসেবে দুগ্ধ ও মাংস ঘাটতি পূরণে আমাদের দেশের খামারীদের গুরুত্ব অপরোসীম, খামারীদের পরিশ্রম ও সুচিন্তিত মতামত একদিকে দেশের বেকারত্বের অন্ধকার থেকে রক্ষা করবে অন্যদিকে খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- রংপুর বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তরের পরিচালক ডা. আব্দুল হাই সরকার, রংপুর ডেইরী ফার্মস এসোসিয়েশন এর সভাপতি, ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, মাসুদার রহমান মিলন, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মাসুদ নবী মুন্না, রংপুর জেলা জাতীয় পাটির সদস্য রুহুল আমিন লিটন, রংপুর মহানগর জাতীয় যুবসংহতির বিপ্লবী সভাপতি শাহিন হোসেন জাকির সহ রংপুর ডেইরি ফার্মস এসোসিয়েশন এর নের্তবৃন্দ, খামারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ