শরিফা বেগম শিউলী -রংপুর:
করোনা ভাইরাসের কারনে অনিশ্চিত হওয়া আইনজীবী তালিকাভুক্ত পরিক্ষার সকল পরিক্ষার্থীদের ২০২০ সালের গেজেট প্রকাশ করে সনদ প্রদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে রংপুরে মানববন্ধন করেছে শিক্ষানবীশ আইনজীবীরা।
আজ (৩০ জুন,২০২০) মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষানবীশ আইনজীবীরা বলেন, বার কাউন্সিল তালিকাভুক্তির বিধি অনুসারে বছরে ২ টি এবং আপীল বিভাগের রায় অনুসারে বছরে একটি করে আইনজীবী তালিকাভুক্ত পরিক্ষা নেয়ার কথা থাকলেও বছরে একটি করেও পরিক্ষা অনুষ্ঠিত হয় না। অথচ কাউন্সিল অর্ডারে ১০ নং অনুচ্ছেদে ১১ টি দায়িত্ব পালনের একেবারেই প্রথমটি হলো আইনজীবী তালিকাভুক্তির পরিক্ষা অনুষ্ঠিত করা। অথচ পরিক্ষা সম্পুর্ন করার ক্ষেত্রে সর্বোচ্চ উদাসীনতা লক্ষ্মণীয়। করোনা ভাইরাস মহামারীর কারণে অনিশ্চিত হয়ে পরেছে আইনজীবী তালিকাভুক্তির পরিক্ষা। বক্তরা অনিশ্চিত হওয়া বাংলাদেশ বার কাউন্সিল পরিক্ষার সকল শিক্ষার্থীসহ শিক্ষানবীশ আইনজীবীগণের ২০২০ সালের গেজেট প্রকাশ করে সনদ প্রদানে মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে শিক্ষানবীশ আইনজীবী আ ন ম হিজবুল্লাহ হিল কাফী এর সভাপতিত্বে ও শিক্ষানবীশ আইনজীবী ওসমান গনির সঞ্চালনে বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী ফেরদৌস ইসলাম, শিক্ষানবীশ আইনজীবী সাবেক ছাত্র নেতা সিরাজুল ইসলাম খান রবিন, শিক্ষানবীশ আইনজীবী সৈয়দ মুহিব মাহাতাব, শিক্ষানবীশ আইনজীবী রকিবুল হাসান, শিক্ষানবীশ আইনজীবী ফরহাদ সরকার, শিক্ষানবীশ আইনজীবী ইয়াসমিন আক্তার ও হাফিজার রহমান প্রমুখ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.