• রংপুর বিভাগ

    রংপুরে উৎসবমুখর পরিবেশে এসএসসি-১৯৯১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ২:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

    আল শাহরিয়ার জিম-ভ্রাম্যমাণ প্রতিনিধি:

    ‘বন্ধুত্বের টানে,বন্ধুর পানে”” শ্লোগান ধারন করে রংপুরে এসএসসি- ১৯৯১ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
    আজ শনিবার ৮ অক্টোবর সকালে রংপুর টাউন হল মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে দীর্ঘ ৩১ বছর পর প্রথম ১৯৯১ ব্যাচের শিক্ষর্থীরা একত্রিত হয়। সকাল ১১টায় র‍্যালি ও দুপুর ১২টায় কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পরে বন্ধুদের নিয়ে নানান আয়োজন শেষে খেলাধুলা, নাচগানের মাধ্যমে বন্ধুরা একে অপরের সঙ্গে আনন্দে মেতো ওঠেন। দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পরেন।

    তবে আয়োজন নিয়ে সন্তষ্ট প্রকাশ করেছেন মিলন মেলায় আসা বন্ধুজন। এদিকে আয়োজক কমিটির সদস্যসচিব রুবায়েত হোসেন জানান এবারেই প্রথম ইনশাল্লাহ আগামীতে আরো বড় পরিসরে এই বন্ধু সভার আয়োজন করা হবে। আয়োজক কমিটির আহ্বায়ক সাদিক সুমন জানান খুব তড়িঘড়ি করে আজকের এই আয়োজন তবুও অনেক আনন্দ হয়েছে এই মিলন মেলায়। তবে আগামীতে বড় পরিসরে আয়োজিত হবে ৯১ ব্যাচের বন্ধুদের নিয়ে বন্ধু মিলন মেলা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ