প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২২ , ৪:৩১:১৩ প্রিন্ট সংস্করণ
আল শাহরিয়ার জিম-ভ্রাম্যমাণ প্রতিনিধি:
রংপুর নগরীর তাজহাট থানাধীন তাজহাট মোড় চৌরাস্তার সামনে রংপুর-কুড়িগ্রাম হাইওয়ে সংলগ্ন স্থান থেকে এক অজ্ঞাত পাগল ব্যক্তির লাশ উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। স্থানীয় সুত্রে জানা গেছে নগরীর তাজহাট মোড়ে দীর্ঘদিন হতে একজন অজ্ঞাত পাগল ব্যক্তি খড় ও বস্তাদিয়ে মাথা গুজার ঠাঁই করে সেখানে অবস্থান করত। ঐ পাগল ব্যক্তিকে বেশিরভাগ সময় আশপাশের লোকজন খাবার প্রদান করত। কিন্তু আজ (০৩ জানুয়ারী ২০২২) সকাল ১১ টার দিকে স্থানীয় লোকজন ঐ অজ্ঞাত ব্যক্তির শরীরে মশা মাছি পরতে দেখে এগিয়ে গেলে তাকে মৃত্যু অবস্থায় দেখতে পায়।
পরে স্থানীয় লোকজন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর রহ্মতুল্লা বাবলাকে খবর দেয়। ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে ঐ অজ্ঞাত ব্যক্তিকে মৃত্যু অবস্থায় দেখে তাজহাট থানা পুলিশকে খবর দেয়। পরে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উক্ত অজ্ঞাত ব্যক্তিকে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে। এ বিষয়ে তাজহাট থানার এসআই বিভূতি ভূষণ জানান- আমরা অজ্ঞাত পাগল ব্যক্তির লাশ উদ্ধার করত ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছি এবং অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছি।