আল শাহরিয়ার জিম-ভ্রাম্যমাণ প্রতিনিধি:
রংপুরের শৈবাল রহমান গিনি “সফল আত্মকর্মী হিসেবে সর্বোচ্চ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করে জাতীয় পুরষ্কার পেয়েছেন।কর্মসংস্থান সৃজন ও আত্ম কর্মসংস্থানে গৌরবোজ্জল সাফল্যের স্বীকৃতি সরুপ “সফল আত্মকর্মীচ্ ক্যটাগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করে জাতীয় পুরষ্কার পেয়েছেন। গতকাল ১ লা নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে ঢাকা ওসমানি স্মৃতি মিলনায়তনে যুব দিবসে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রংপুরের ১৮ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার শৈবাল রহমান গিনি প্রতিযোগীতার মাধ্যমে সর্বোচ্চ নাম্বার পেয়ে ১ম স্থান অধিকার করে জাতীয় পুরষ্কার প্রাপ্ত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বঙ্গভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আজাহারুল ইসলাম খান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়নের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ হাসান রাসেল-এমপি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ।
শৈবাল রহমান গিনি যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কর্ম সংস্থানের সুযোগ করে দিয়েছেন। তার পরিবারের প্রেরণা থেকে নিজ উদ্দ্যেগে ২০০১ সালে এসএসসি পাশের পর থেকেই হস্ত শিল্পের নানা কাজ করতে থাকেন। বর্তমানে তার ফ্যাশান গার্ডেন এবং ফ্যাশান গার্ডেন বুটিকস জোনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি আরও ব্যপক হারে বেকার যুব মহিলাদের কর্মসংস্থানের প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.