• Uncategorized

    রংপুরের পালিচড়াহাটে সারাদেশে ধর্ষণ,খুন ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন,

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ১২:৪৭:৪০ প্রিন্ট সংস্করণ

     

    সাকিব উদ্দিন-রংপুর প্রতিনিধি:

    দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, খুন, নির্যাতনের প্রতিবাদে বুধবার বিকেল ৪ টায় পালিচড়াহাট অনুসন্ধানী সমাজ কল্যাণ সংঘ ও “আলোকিত সদ্যপুস্করিনী” ফেসবুক কমিউনিটি গ্রুপের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    এসময় বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ও “আলোকিত সদ্যপুস্করিনী” ফেসবুক গ্রুপ’র এডমিন প্যানেলের সদস্য খন্দকার মিলন আল মামুন, অনুসন্ধানী সমাজ কল্যাণ সংঘের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বকুল মিয়া, সাংগঠনিক সম্পাদক জি আর অনিক, ক্রীড়া সম্পাদক ও আলোকিত সদ্যপুস্করিনী গ্রুপ’র এডমিন আব্দুর রাফি, এডমিন প্যানেলের সদস্য আবু সুফিয়ান, রাজ সরদার, সদস্য আল আমিন, সাংবাদিক হামিদুর রহমান লিমন।

    মানববন্ধনে বক্তাগন দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, খুন, নির্যাতনে জড়িতদের দ্রুত সময়ে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি (ফাঁসি) দেয়ার জন্য সরকারের বাহাদুরের প্রতি জোর দাবী জানান। যাতে করে ভবিষ্যতে আর অন্য কেউ এধরণের ধর্ষণের মতো অপরাধে জড়াতে ভয় পায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ