• Uncategorized

    যৌন নিপীড়নে অভিযুক্ত যুবককে ১৫ বছর পর কারাদণ্ড

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২১ , ৭:১৬:৪৩ প্রিন্ট সংস্করণ

    পনের বছর পর রংপুরে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দায়েরকৃত মামলায় মনোয়ার হোসেন (৩৪) নামে এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. যাবিদ হোসেন এই আদেশ দেন। এসময় অভিযুক্ত মনোয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

    মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৬ আগস্ট মিঠাপুকুর উপজেলার রাঙ্গাপুকুর এলাকার মুকুল মিয়ার ছেলে মনোয়ার হোসেন একই এলাকার ৯ বছরের এক শিশুকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় শিশুটির বাবা ধর্ষণ মামলা দায়ের করেন।

    আদালতে ধর্ষণের পরিবর্তে যৌন নিপীড়নের বিষয়টি প্রমাণিত হওয়ায় মনোয়ার হোসেনকে পাঁচবছরের সশ্রম কারাদণ্ড দেন।মামলার সরকারপক্ষের কৌঁসুলি রফিক হোসাইন বলেন, ধর্ষণের বিষয়টি প্রমাণিত না হওয়ায় আদালত যৌন নিপীড়নের অভিযোগে তাকে ৫ বছরের কারাদণ্ড দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ