• Uncategorized

    যোগ্য ইমামের শূন্যতায় ভুগছেন জাককানইবি মসজিদ কমিটি

      প্রতিনিধি ৯ মার্চ ২০২১ , ২:৩৫:৩৩ প্রিন্ট সংস্করণ

    যোগ্য ইমামের শূন্যতায় ভুগছেন জাককানইবি মসজিদ কমিটি।

     

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেই ইমাম। ২০০৬ সালে জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে ইমামহীনভাবেই চলছে মসজিদের নামাজ। বিভিন্ন সময় খন্ডকালীন খাদেম পালন করছেন ইমামের দায়িত্ব।

    সোমবার (৮ মার্চ)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক অনলাইন অনুষ্ঠানে বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে উঠে আসে এই বিষয়টিও।

    “বিশ্ববিদ্যালয়ের বয়স ১৪-১৫ বছর হলেও মসজিদে কেন এখনো ইমাম নিয়োগ দেওয়া হয়নি” এমনই এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমিটির সভাপতি ড.শেখ মো. সুজন আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের মসজিদে নিয়োগ দেয়ার মত কোনো যোগ্য ইমাম পাওয়া যাচ্ছে না বলেই নিয়োগটা আটকে আছে।’ তবে ইমাম প্রার্থীরা বলছেন ভিন্ন কথা। নাম প্রকাশ না করার শর্তে এক ইমাম প্রার্থী বলেন, ‘আমি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। কিন্তু অর্থ বিনিময়ের ঝামেলায় পড়ে আমাকে আর নিয়োগ দেয়নি প্রশাসন।’ তবে এমন কিছু ঘটেনি বলে জানান শেখ সুজন আলী।

    মসজিদ কমিটির সভাপতির এমন বক্তব্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, এক যুগেরও অধিক সময় অতিবাহিত হওয়া একটা পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম নিয়েও ছয়নয় শুরু করেছে।
    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ‘বিজ্ঞপ্তি দেয়ার পর ২৫ জনকে পেয়েছি। যোগ্য কাউকে না পাওয়ায় নিয়োগ দেইনি। করোনার পর আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হবে।’

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ