আঃ কাদের কারিমী -বরিশাল জেলা প্রতিনিধি:
মমিনুল হক সরে দাঁড়ানোর কারনে অধিনায়কের জন্য তিন জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে সবার প্রথমে ছিল সাকিব আল হাসানের নাম। তিনজনের মধ্য থেকে প্রথম দুই জনকে বেছে নিয়েছে বিসিবি।এর মধ্যে প্রথমেই ছিলেন সাকিব আল হাসান যে কারণে তাকে অধিনায়ক করা হয়েছে। তালিকার দ্বিতীয় নম্বরে ছিলেন লিটন দাস। যদি সাকিব অধিনায়কের দায়িত্ব না নিত তাহলে বাকি দুজনের মধ্যে থেকে যেকোনো একজনকে অধিনায়ক করা হতো বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে তরুণ নেতৃত্বের বিষয় বিবেচনা করে অনেকে মেহেদী হাসান মিরাজের কথা চিন্তা করেছে। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে বিবেচনায় রেখেছিল বলেই গুঞ্জন রয়েছে। তবে যেখানে সাকিব আছেন সেখানে মিরাজ নিজেকে ভাবতে চান না। কারণ, তার চোখে সাকিবই সেরা। এ বিষয়ে একটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিরাজ বলেন, “যেখানে সাকিব ভাই আছেন, সেখানে কীভাবে আমার নাম এলো! সাকিব ভাই একজন অভিজ্ঞ ক্রিকেটার। যদি আপনারা দলের বর্তমান অবস্থা বিবেচনা করেন, তবে সাকিব ভাই-ই সেরা।”
মিরাজ আরও বলেন, “সাকিব ভাই ছাড়া আরও যারা সিনিয়র আছেন, তাদের দায়িত্ব নেওয়াটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। আমরা যারা বর্তমানে খেলছি, আমরা কিন্তু তাদেরকে দেখেই শিখছি। তাদের কাছ থেকে যতো শিখবো ততো আমাদের অভিজ্ঞতা ভালো হবে।”
তবে নেতৃত্ব নিয়ে এখনই ভাবছেন না এই অলরাউন্ডার, “আসলে অনেক সময় আছে। এটা নিয়ে আমি এখনই চিন্তিত নই। এটা নিয়ে আমার মাথাব্যথাও নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো কীভাবে পারফর্ম করতে হবে। কীভাবে ভালো খেলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা। আমি সব সময় এটাই চেষ্টা করি যে প্রতিনিয়ত কীভাবে পারফর্ম করতে পারি। আপনারা অধিনায়ক হওয়ার বিষয়ে যেটা বললেন, ওটা কিন্তু আমার মাথায়ও ঢোকেনি।”
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.