প্রতিনিধি ৪ জুলাই ২০২০ , ৭:১৫:৩৬ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাক্ষণডুড়া ইউনিয়নের যুবদল নেতা ও উজান শৈলজুড়া সমাজ কল্যাণ সংস্হার সহ সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মাসুমের জম্মদিনের লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছন।মতিউর রহমান মতিন। ব্রাক্ষণডুড়া ইউনিয়ন যুবদল। ও উজান শৈলজুড়া সমাজ কল্যাণ সংস্হার সভাপতি।
মুরাদুজ্জামান মাসুম তিনি তার ফেইসবুকে যারা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন তা হুবহ তুলে ধরা হল।
সকল ফেইসবুক বন্ধুদের ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সহ সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই সংগ্রামী সালাম ও অভিনন্দন সু প্রিয় বন্ধুগন গতকাল আমার ২৬তম জন্মদিন উপলক্ষে যারা যারা আমাকে ফেইবুকে ওয়াট্সআ্যপে ম্যাসেন্জারে ইমুতে এবং ফোনে উইস করেছেন সত্যিই আমি খুব গর্ভিত আপনাদের ভালবাসা যেন চিরদিন এই ভাবে পাই
আপনাদের সু সাস্থ ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ পাক যেন সকলকে এই মহামারি করোনা ভাইরাস থেকে হেফাজত করেন আমিন।