প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২১ , ৬:১৬:২০ প্রিন্ট সংস্করণ
নিউজ রুমঃ
যাদের চলাচলের জন্য মুভমেন্ট পাস লাগবেনা-
**তবে আইডি প্রদর্শন করতে হবে!
*করোনাকালে চলাচল ও কার্যক্রমের কঠোর নিয়ন্ত্রনের মধ্যে বিধি-নিষেধের আওতামুক্ত ব্যক্তি/প্রতিষ্ঠানসমূহঃ*
১। ডাক্তার
২। নার্স
৩। মেডিকেল স্টাফ
৪। কোভিড টিকা/চিকিৎসার সাথে জড়িত ব্যক্তি/স্টাফ
৫। ব্যাংকার
৬। ব্যাংকের অন্যান্য স্টাফ
৭। সাংবাদিক
৮। গণমাধ্যমের ক্যামেরাম্যান
৯। টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
১০। বেসরকারী নিরাপত্তাকর্মী
১১। জরুরি সেবার সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারী
১২। অফিসগামী সরকারী কর্মকর্তা
১৩। শিল্প কারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা
১৪। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য
১৫। ফায়ার সার্ভিস
১৬। ডাকসেবা
১৭। বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সাথে জড়িত ব্যক্তি/কর্মকর্তা
১৮। বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা
এদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। তাঁরা শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।